ঢাকায় পৌঁছাল ইংল্যান্ড ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৪ ১০:৫২:০১
৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ইংলিশ ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ সময় তাদের স্বাত জানানো হয়।
আজ সারা দিন বিশ্রাম নেবেন ইংলিশরা। কাল শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে এই সফরে প্রথমবারের মতো অনুশীলন করবেন তারা। আগামী ১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ১২টায় গড়াবে দিবা/রাত্রির ওয়ানডে সিরিজ। আর ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
১ মার্চ : প্রথম ওয়ানডে, মিরপুর, দুপুর ১২টা
৩ মার্চ : দ্বিতীয় ওয়ানডে, মিরপুর, দুপুর ১২টা
৬ মার্চ : তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম, দুপুর ১২টা
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
৯ মার্চ : প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম, বিকেল ৩টা
১২ মার্চ : দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর, বিকেল ৩টা
১৪ মার্চ : তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর, বিকেল ৩টা
ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।
টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।
এম জি