সুপারহিরো হতে চান শাহরুখ খান

প্রকাশ: ২০১৬-০৪-২৪ ১৬:১৩:২৮


Shahrukh20160424093006বলিউড সুপারস্টার শাহরুখ সম্প্রতি বলিউডের বক্স অফিস কাঁপাচ্ছেন নতুন ছবি ‘ফ্যান’ দিয়ে। বলিউডের এই কিং খান তার দর্শকদের মনে সুপারহিরো হিসেবেই আছেন।

কিন্তু তবুও এই তারকার ইচ্ছে রা ওয়ানের মতো আরেকটি সায়েন্স ফিকশনধর্মী ছবি দিয়ে সুপারহিরো হিসেবে পর্দায় হাজির হবেন। বলিউড বাদশা জানান, তিনি এক প্রকার মুখিয়ে আছেন রা ওয়ানের মতো আরো একটি ছবিতে কাজ করতে।

জানা যায়, শাহরুখ খানের প্রথম সায়েন্স ফিকশন ছবি রা ওয়ান মুক্তির পর ব্যাপক সমালোচিত হয় ছবিটি। তাই শাহরুখ চাইছেন আরো একটি সুপারহিরোর গল্পে ছবি বানিয়ে দর্শকদের সে দুঃখ ভুলিয়ে দিতে।

গত ১৫ এপ্রিল মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি ‘ফ্যান’। এ বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার আরেকটি নতুন ছবি ‘রাইস’।

সানবিডি/ঢাকা/আহো