ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ১৪

প্রকাশ: ২০১৬-০৪-২৪ ১৬:৩৫:৫২


iraq20160424101151ইরাকের রাজধানী বাগদাদের কাছের দুটি শহরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য পৃথক দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত ও আরো কয়েক ডজন আহত হয়েছেন। রোববার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর ডন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, শনিবার দেশটির পূর্বাঞ্চলের শহর হুসাইনিয়াহর একটি নিরাপত্তা চৌকিতে প্রথম আত্মঘাতী হামলা হয়। এতে ৬ বেসামরিক নাগরিক ও চার সেনাসদস্য নিহত হয়েছে। তিনি বলেন, ওই হামলায় অারো ২৮ জন আহত হয়েছে। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে।

অপর এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রায় একই সময় দক্ষিণাঞ্চলের আরব জবুর শহরে সেনাবাহিনীর গাড়িবহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয়েছে। এতে ৪ সেনা নিহত ও আরো ১৮ জন আহত হয়েছে। মেডিকেলের দুই কর্মকর্তা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

সানবিডি/ঢাকা/আহো