রূপালী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৪ ১৮:০৬:০৪
রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের উদ্যোগে ব্যাংকের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক, সতন্ত্র পরিচালক মো. আলী আক্কাস ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় বক্তারা বলেন, আনন্দের অন্যতম আধার হলো খেলাধুলা। তাই এর ধারা অব্যাহত রাখা খুবই প্রয়োজন। খেলাধুলার মধ্য দিয়ে আমাদের এই আনন্দকে কর্মজীবনে বাস্তবায়ন করতে হবে।
ব্যাংকের সারা দেশের ৫৮৬টি শাখা ও সকল উপশাখা থেকে বাছাই করা প্রতিযোগীরা এতে অংশ নিয়েছেন। মূল প্রতিযোগিতায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন খেলা যেমন লং জাম্প, পিলো পাচিং, দৌড় প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, চাকতি নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠেন।
এ সময় ক্রীড়া পরিষদের সভাপতি ও ব্যাংকের ডিএমডি মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, মো. ইকবাল হোসেন খাঁ ও মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও ডিজিএম মো. সাখাওয়াত হোসেনসহ সকল ডিজিএম, এজিএম, ক্রীড়া পরিষদের সদস্যসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ মাঠে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি প্রতিযোগীতায় বিজয়ীদের অভিনন্দন জানান। করোনা মহামারীর কারনে দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর এই ক্রীড়া অনুষ্ঠান ব্যাংকের সারা দেশের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে।
এএ