‘মশাল’ না পেয়ে ইসিকে আইনি নোটিশ

প্রকাশ: ২০১৬-০৪-২৪ ১৭:৪১:৩২


Mosalজাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের একাংশের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশকে ‘মশাল’ প্রতীক বরাদ্দ দেওয়ায় এই নোটিশ পাঠানো হয়েছে।

জাসদের (একাংশ) শরীফ নূরুল আম্বিয়া প্রথম আলোকে এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তাঁদের পক্ষে আইনজীবী শাহদীন মালিক নোটিশ পাঠিয়েছেন।
চানতে চাইলে শাহদীন মালিক বলেন, নির্বাচন কমিশন বলেছিল, জাসদের দুই পক্ষ আপাতত মশাল প্রতীক ব্যবহার করবে। কিন্তু তাঁর মক্কেল পত্রিকা মারফত জেনেছেন যে মশাল প্রতীক ইনুর নেতৃত্বাধীন অংশকে দেওয়া হয়েছে। এতে তাঁর মক্কেল ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে কমিশনকে আইনি নোটিশটি পাঠানো হয়েছে।
নেতৃত্ব নিয়ে বিরোধের কারণে জাসদ সম্প্রতি দুটি অংশে বিভক্ত হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত দলটির কো​ন অংশ দলের ‘মশাল’ প্রতীক পাবে, তা নিয়ে ইসি শুনানিও করে। এরপর ইসি মশাল প্রতীক ইনুর নেতৃত্বাধীন অংশকে বরাদ্দ দেয়।