রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি
প্রকাশ: ২০১৬-০৪-২৪ ১৮:১২:৫২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ. এফ. এম. রেজাউল করিম সিদ্দিকী’র হত্যার প্রতিবাদে আজ রবিবার সকাল ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে শিক্ষক সমিতির ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।
উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সকল অনুষদের ডিনসহ শিক্ষক সমিতির নেতারা অংশগ্রহন করেন। এছাড়া কর্মকর্তা পরিষদ , পরীক্ষা নিয়ন্ত্রক,রেজিস্ট্রার ,বিভিন্ন বিভাগের শিক্ষার্থী,ছাত্রলীগ ও কর্মচারিবৃন্দ মানববন্ধনে একাত্বতা ঘোষণা করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান বলেন, রেজাউল করিম সিদ্দিকী ছিলেন সংস্কৃতিমনা,সরাসরি কোন রাজনীতিতে জড়িত ছিলেন না । কোন কুচক্রিমহল উনাকে হত্যা করেছে তার সুষ্ঠু বিচার চাই ।
হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষক ফেডারেশনের কঠোর কর্মসৃচি দেয়া উচিত । শিক্ষক সমিতির সভাপতি সোহেল রানা জানান, আইনের শাসন নিশ্চিত করতে হবে,আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে।প্রশাসন,সরকার,আইন-শৃংখলা বাহিনীই পারবে ন্যায় বিচার নিশ্চিত করতে । আমরা রেজাউল করিম সিদ্দিক স্যার এর হত্যার বিচার চাই । শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার সরকার বলেন,ইতোপূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে হত্যা করা হলেও এখন পর্যন্ত এর সুষ্ঠু বিচার হয়নি । এজন্যই আরেকজন শিক্ষককে প্রাণ দিতে হলো ।
আমরা হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানাই । বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন,একজন সাধারণ ছাত্র হিসেবে পিতৃতুল্য শিক্ষক হত্যার সুষ্ঠু বিচার চাই । এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন মানববন্ধনে বক্তব্য প্রদান করেন। মানববন্ধন কর্মসুচিটি সঞ্চালনা করেন,সহকারী অধ্যাপক মাসুদ রানা। শিক্ষক সমিতির নেতারা আরো জানান,আগামীকাল সকল শিক্ষক কর্মদিবসে কালো ব্যাচ ধারন করে শোক প্রকাশ করবেন।
এছাড়াও বঙ্গবন্ধু পরিষদ নিয়ন্ত্রিত শিক্ষক সমিতির ব্যানারেও রাবি শিক্ষক হত্যার বিচারের দাবি জানানো হয় । উল্লেখ্য গতকাল শনিবার সকাল সাতটায় বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে দূবৃর্ত্তরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ. এফ. এম. রেজাউল করিম সিদ্দিকীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় ।
সানবিডি/ঢাকা/আজিজার/এসএস