‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেল আকিজ সিরামিকস

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৫ ২১:৫৮:১৮


উদ্ভাবনী চিন্তা ও পণ্য উৎপাদনে নিপুণতার জন্য ‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে আকিজ সিরামিকস। এই অ্যাওয়ার্ড মূলত বাংলাদেশের অর্থনীতিতে টেকসই ও সামগ্রিক উন্নয়নের অবদানস্বরূপ একটি সম্মাননা; উদ্ভাবন ও পরিকল্পনায় সেরা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কৃতিত্বের একটি স্বাক্ষর।

‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড’–এর পঞ্চম আসরে আকিজ সিরামিকসসহ মোট ২৬টি প্রতিষ্ঠানকে বিজয়ী পুরস্কার এবং ২৩টি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ‘মোস্ট ইনোভেটিভ সলিউশন ফর ডিজঅ্যাবল পিপল’ বিভাগে এ পুরস্কার অর্জন করে আকিজ সিরামিকস ব্রেইল টাইলস। এই টাইলস পণ্যটি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে পথ চলতে সাহায্য করবে। দেশের প্রতিটি মানুষের জীবনযাপনে নিত্যনতুন উদ্ভাবন এবং পণ্যের নান্দনিকতায় আকিজ সিরামিকস মূলত সবার কাছে নিজেদের শুভকামনাই পৌঁছে দিচ্ছে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনোভেশন কনক্ল্যাভের আয়োজনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন আকিজ সিরামিকসের বিক্রয় ও বিপণন পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক, হেড অব ব্র্যান্ড শাহজাদা ইয়াসির আরাফাত শুভ, সিনিয়র এক্সিকিউটিভ অনুপ কুমার সাহা, রোসা স্যানিটারি ওয়্যারের বিক্রয় প্রধান বিশ্বজিৎ পাল, আকিজ বোর্ড ও আকিজ টেবিলওয়্যারের বিপণন ব্যবস্থাপক শাহরিয়ার জামান এবং রোসা স্যানিটারি ওয়্যার ও বাথওয়্যারের ব্র্যান্ড লিড গোলাম রাব্বানী।

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর আকিজ সিরামিকস বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক ‘বেস্ট ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে। দেশের অন্যতম শীর্ষ এই টাইলস ব্র্যান্ডটি এ বছর অর্জন করেছে সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ডও।

এএ