রুশ অ্যালুমিনিয়ামে ২০০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৬ ০৯:৪৯:৫৭


রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া থেকে আমদানীকৃত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়াম জাত পণের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১০ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবর রয়টার্স।

বাইডেন প্রশাসনের এ সিদ্ধান্ত কার্যত রুশ ধাতব পণ্যের ওপর নতুন নিষেধাজ্ঞা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইউক্রেনে হামলার এক বছর উপলক্ষে দেশটির ওপর আরো এক দফা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে রাশিয়ায় উৎপাদিত প্রাইমারি অ্যালুমিনিয়াম অন্য দেশ থেকে আমদানির ক্ষেত্রেও ২০০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১০ এপ্রিল এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাব যাতে স্থানীয় শিল্প খাতে না পড়ে সে বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে বাইডেন প্রশাসন। আমরা রাশিয়ার অ্যালুমিনিয়ামের বাজারকে খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি না। আমাদের অবস্থান দেশের শিল্প খাতের শ্রমিকদের পক্ষে।

যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম উৎপাদক প্রতিষ্ঠান অ্যালকোয়া সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, আমরা যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা কার্যকরে সব ধরনের সহায়তা করব। এটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম উৎপাদকরা উপকৃত হবেন।

ট্রেড ডাটা মনিটরের দেয়া তথ্যমতে, গত বছর যুক্তরাষ্ট্র সব মিলিয়ে ৪৪ লাখ অগঠিত অ্যালুমিনিয়াম আমদানি করেছে। এর মধ্যে রাশিয়া থেকে এসেছে ১ লাখ ৯১ হাজার ৮০৯ টন, যা মোট আমদানির ৪ দশমিক ৪ শতাংশ। ২০১৮ সালে দেশটি থেকে এসেছিল মোট আমদানির ৮ দশমিক ৯ শতাংশ এবং ২০১৭ সালে মোট আমদানির ১৪ দশমিক ৬ শতাংশ।

ট্রেড ডাটা মনিটরের বিশ্লেষকরা জানান, শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় রাশিয়া যুক্তরাষ্ট্রে নিকেল ও প্যালাডিয়ামসহ প্রধান প্রধান ধাতব পণ্য রফতানি বন্ধ করে দিতে পারে। তবে যুক্তরাষ্ট্রের খাতসংশ্লিষ্টরা বলেছেন, রাশিয়া থেকে এমনিতেই ধাতব পণ্য আমদানি কমেছে। ফলে এ শুল্ক দেশীয় শিল্পের জন্য কোনো নেতিবাচক প্রভাব বয়ে আনবে না।

এনজে