ডিজেলে কমছে ৩ টাকা, পেট্রোল-অকটেনে ১০
আপডেট: ২০১৬-০৪-২৫ ১১:৩৯:৫০
জ্বালানি তেলের দর কমিয়েছে সরকার। গতকাল রোববার রাত ১২টার পর নতুন দর কার্যকর হবে বলে বিষয়টি নিশ্চিত করেছিলেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ঘোষনা অনুযায়ী আজ থেকে কার্যকর হচ্ছে এ দাম।
জানা গেছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম কমছে লিটারে ৩ টাকা। আর পেট্রোল ও অকটেনে কমছে লিটারপ্রতি ১০ টাকা।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে গত দেড় বছরে অপরিশোধিত জ্বালানি তেলের দর ৭০ শতাংশ কমে যায়। এরপর বিভিন্ন মহল থেকে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর দাবি ওঠে। তার প্রেক্ষিতে সরকারের তরফ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
এর আগে, ফার্নেস অয়েলের দাম কমায় সরকার। এরপর সরকারের পক্ষ থেকে জানানো হয়, ধাপে ধাপে অন্যান্য জ্বালানির দামও কমানো হবে।
সানবিডি/ঢাকা/এসএস