তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২৬ ১৫:৪৫:৪০


তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের সর্বনাশ করে। দেশের সব অর্জন তারা ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, বহুদলীয় সরকার ব্যবস্থা ও তর্ক-বিতর্কের সমাজ ছিল আমাদের। সেটা ধ্বংস করা হয়েছে। সত্য প্রচারে সব জায়গায় বাধা রয়েছে। দেশের অর্জন রক্ষা করতে বিএনপি আন্দোলন করছে। এই আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, কলঙ্ক ও বিষাদময় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি। গতকাল কোনো পত্রিকায় এই হত্যাকাণ্ড নিয়ে একটা কলামও লেখেনি কেউ। আওয়ামী লীগের মন্ত্রীরা যা খুশি তাই বলেন। কালকে এক নেতা বললো, এই হত্যাকাণ্ডের সাথে তারেক ও খালেদা জিয়া জড়িত। কিন্তু আমি আজকে বলি, এই বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ ও তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার জড়িত ছিল। সেনাবাহিনীর মনোবল দুর্বল করতে এই ঘটনা ঘটানো হয়েছে।

এম জি