গ্যাসের আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২৬ ১৬:২৫:৫৮


নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সংযোগের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। ফতুল্লার হিমুমার্কেট কাঠেরপুল এলাকায় রোববার এ অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধরা হলেন মো. আল-আমিন (৩০), তার স্ত্রী সুখী আক্তার (২৫), মো. রফিক (৩৫), আলেয়া বেগম (৬৫) ও মো. জামাল উদ্দিন (৪৫)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য জানিয়েছেন।

এম জি