স্ট্যান্ডার্ড ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৬ ২১:০৬:৫২


স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সিলেট রিজিওনের শাখাসমূহের ম্যানেজার, অপারেশন ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট ইনচার্জবৃন্দের অংশগ্রহণে “বিজনেস রিভিউ মিটিং-২০২৩” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সিলেটের একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত উক্ত মিটিং এ সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি সার্বিক ব্যাবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ২০২৩ সালের জন্য ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মোঃ তৌহিদুল আলম খান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি‘আহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলী রেজা এফসিএমএ, সিআইপিএ উপস্থিত ছিলেন।

এএ