ওসবে নেই! জানিয়ে দিলেন নার্গিস

প্রকাশ: ২০১৬-০৪-২৫ ১৩:৫০:২৪


Nargisতাঁর অভিনীত পরবর্তী ছবি ‘হাউসফুল থ্রি’ এবং ‘আজহার’। এছাড়াও তিনি জানিয়েছেন, ইংরেজি অ্যাডাল্ট কমেডির বেশ জনপ্রিয়তা আছে, যা হিন্দির ক্ষেত্রে খুবই কম।

অ্যাডাল্ট কমেডি ছবিতে কাজ করতে চান না নার্গিস ফাকরি। ‘‘অ্যাডাল্ট কমেডিতে কোনও দিন কাজ করব না। অস্বস্তি লাগে ওই  ধরনের ছবি করতে। তাছাড়া ভারতীয়দের হিউমার অন্য রকম। আমেরিকার মতো দেশে ব্যাপারটা অনেক সহজ। সুতরাং হলিউডে এই ধরনের ছবিতে কাজ করলেও করতে পারি। কিন্তু এখানে একদমই নয়,’’ বয়ান নার্গিসের।

তাঁর অভিনীত পরবর্তী ছবি ‘হাউসফুল থ্রি’ এবং ‘আজহার’। এছাড়াও তিনি জানিয়েছেন, ইংরেজি অ্যাডাল্ট কমেডির বেশ জনপ্রিয়তা আছে, যা হিন্দির ক্ষেত্রে খুবই কম।

সানবিডি/ঢাকা/এসএস