সিসিবিএল’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২৩-০২-২৭ ১৮:৩৮:৪৮


সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)-এর চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সিসিবিএল-এর চেয়ারম্যান মো. এ সালাম সিকদার সভাপতিত্বে রাজধানীতে এই সভা অনুষ্ঠিত হয় ।

সিসিবিএল-এর পরিচালক এ কে এম নূরুল ফজল বুলবুল পবিত্র কোরআন তেলাওয়াত ও প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন।

এতে কোম্পানির ২০২১-২২-এর আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। এ ছাড়াও পরচিালনা পর্ষদের সুপারিশকৃত ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং পরর্বতী র্অথবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিতোষিক নির্ধারণ করা হয়।

সভায় সিসিবিএল-এর পরিচালক মণ্ডলীর সদস্য এবং শেয়ার হোল্ডারদের প্রতিনিধি উপস্থিত ছিলেন ।

আই এইচ