ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার খবর বিভ্রান্তিকর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৭ ২১:৩২:২২


পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি ভারত। নিত্যপণ্যটির সরবরাহ অব্যাহত রেখেছে দেশটি। ২০২২ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৫২৩ দশমিক ৮ মিলিয়ন ডলারের পেঁয়াজ রপ্তানি করেছে তারা। রোববার (২৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কেবল পেঁয়াজের বীজ রপ্তানি নিষিদ্ধ রয়েছে। এক বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ কিংবা এক্ষেত্রে কোনো সীমা আরোপ করেনি কেন্দ্রীয় সরকার।

গত বছরের ডিসেম্বরে ভারতের পেঁয়াজ রপ্তানি বেড়েছে ৫০ শতাংশ। ওই মাসে বিদেশে ৫২ দশমিক ১ মিলিয়ন ডলারের নিত্যপণ্যটি চালান করেছে দেশটি। এছাড়া চলতি অর্থবছরের এপ্রিল-ডিসেম্বরে সবমিলিয়ে পেঁয়াজ রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ৩ শতাংশ।

গত শনিবার কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী পিযুশ গোয়েল এক টুইট বার্তায় বলেন, ভারত থেকে কোনো দেশে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা হয়নি। এ নিয়ে সংবাদ প্রকাশ দুর্ভাগ্যজনক।

বিশ্ববাজারে আকস্মিকভাবে পেঁয়াজের দাম বেড়েছে। ফলে অন্যান্য শাক-সবজির দরেও নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া বিশ্বের একাধিক দেশে হঠাৎ পেঁয়াজের সংকটও দেখা দিয়েছে।

এতে খবর বের হয়, নিত্যপণ্যটি রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। ফলে আন্তর্জাতিক বাজারে মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে। অবশেষে জানা গেলো, পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেনি দেশটি।

এএ