বিএনপির রুমিনের আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইনুর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২৮ ১৩:২২:৫৮


বিএনপির রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাসদের সহসভাপতি আফরোজা হক রীনা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এর আগে সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে আফরোজা হক রীনাকে মনোনয়ন দেওয়া হয়। বিএনপির রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া আসনে জাসদ তাকে মনোনয়ন দেয়। জোটের শরিক এ প্রার্থীকে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আফরোজা হক রীনা জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী। তিনি দলের স্থায়ী কমিটি সদস্য ও জাতীয় নারী জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক।

রুমিনের ছেড়ে দেওয়া আসনটি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আওয়ামী লীগ পেলেও তারা এটি জাসদকে ছেড়ে দিয়েছে।

তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি), প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। ভোট হবে ২০ মার্চ।

এম জি