বুধবার থেকে আরও ৯৪৭ গাড়িতে ই-টিকিটিং
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২৮ ১৩:৫০:১৪
আগামীকাল বুধবার (১ মার্চ) থেকে আরও ১৩টি পরিবহনের ৯৪৭টি গাড়িতে ই-টিকিটিং চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
এনায়েত উল্লাহ বলেন, ৩ পর্বে ৩ হাজার ৩০৭টি গাড়িতে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। আগে ভাড়া ব্যবস্থাপনা ঠিক করে যাত্রীবান্ধব পরিবেশ নিয়ে কাজ করবে মালিক সমিতি। পরে চেকারদেরকে বিষয়েও কাজ করা হবে। নৈরাজ্য ঠেকাতে তাদেরও জবাবদিহিতায় আনা হবে বলে জানান সংগঠনটির মহাসচিব।
তবে বাসে ভাড়া নিয়ে যে অনিয়ম তা পুরোপুরি দূর করতে আরও কিছু সময় লাগবে বলে জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামী ৫ মার্চ মানিক মিয়া অ্যাভিনিউতে ই-টিকিটিং কার্যক্রম পরিদর্শন করবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ওয়েবিলের স্ল্যাপ সিস্টেম ৯০ শতাংশ কমে এসেছে। ওয়েবিলের বিষয়ে কড়াকড়ি নির্দেশ দেয়া হয়েছে।
নতুন চালু হতে যাওয়া বাস কোম্পানিগুলো হচ্ছে— আকাশ এন্টারপ্রাইজ (সদরঘাট-ধউর); ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতি (সদরঘাট-ধউর); ৬ নম্বর মতিঝিল-বনানী ট্রান্সপোর্ট কোম্পানি (প্রা.) লি. (কমলাপুর-নতুন বাজার); গ্রীন অনাবিল পরিবহন লি. (সাইনবোর্ড-গাজীপুর); গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট কোং লি. (যাত্রাবাড়ী-টঙ্গী স্টেশন রোড); অনাবিল সুপার লি. (সাইনবোর্ড-গাজীপুর); রাইদা এন্টারপ্রাইজ লি. (পোস্তগোলা-ধর); আসমানী পরিবহন লি. (মদনপুর-আব্দুল্লাহপুর); সময় ট্রান্সপোর্ট লি. (গুলিস্তান-কাঁচপুর); বৈশাখী পরিবহন লি. (সাভার-নতুন বাজার); রইছ পরিবহন লি. (সাভার নতুনবাজার); এয়ারপোর্ট-বঙ্গবন্ধু এভিনিউ মিনিবাস মালিক সমিতি (কদমতলী-আব্দুল্লাহপুর) এবং মঞ্জিল এক্সপ্রেস লি. (কাঁচপুর-ধউর)।
এম জি