বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে চায় চীন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২৮ ১৫:৪৭:৫৭


তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে চীন মাথা ঘামায় না। দেশটি বাংলাদেশের কৌশলগত উন্নয়নে অংশীদার হতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে চীনের আগ্রহ নেই। এ নিয়ে দেশটির মাথা ব্যথাও নেই।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ কথা জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগী হিসেবে চীন পাশে থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

দেশের ছয় বিভাগে টেলিভিশন কেন্দ্র স্থাপনে চীনা সরকারের অর্থায়ন নিয়েও সাক্ষাতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ড. হাছান মাহমুদ।

এম জি