চিনা মোবাইল ফোন নিষিদ্ধ

প্রকাশ: ২০১৬-০৪-২৫ ১৭:৩১:২৮


china-mobileভারতে সস্তায় চিনা মোবাইল মুঠোয় আর তেমন ভাবে ধরতে পারা যাবে না৷ চিনা মোবাইল নিষিদ্ধ করা হয়েছে৷ একদিকে নিরাপত্তাজনিত কারণ অন্যদিকে গুণগত দিক থেকে নিম্নমানের হওয়ার চিনা মোবাইল এবং সেখান থেকে আমদানি করা দুধ নিষিদ্ধ করা হল৷ শিল্প-বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারামান লোকলভায় জানিয়েছেন, চিন থেকে আমদানি করা দুধ ও দুগ্ধজাত পণ্যের গুণ গতমান মান গ্রহণযোগ্য নয়৷ কেন্দ্রীয়মন্ত্রী আরও জানান, চিন থেকে আসা কিছু মোবাইল ফোনগুলি ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেন্টটিটি নাম্বার এবং অন্যান্য নিরাপত্তাজনিত  বৈশিষ্ট্য বহন করছে না ৷

তাছাড়া বেশ কিছু ইস্পাত পণ্যও আমদানিও নিষিদ্ধ করা হয়েছে ৷ ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চিনের সঙ্গে ভারতের বাণিজ়্য ঘাটতির পরিমাণ ৪৮.৬৮ বিলিয়ন  ডলার এবং দু’দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৬৫.১৬  বিলিয়ন ডলার৷ মন্ত্রীর মতে, এই বাণিজ্য ঘাটতির প্রাথমিক  কারণ হল টেলিকম বিদ্যুৎ ইত্যাদি ক্ষেত্রের উৎপাদনকীরারা বড্ড বেশি চিনের পণ্য আমদানির উপর নির্ভরশীল৷ অন্যদিকে চিন নির্ভর করে নেহাতই এখানকার প্রাথমিক এবং অন্তরবর্তী পণ্য৷

সানবিডি/ঢাকা/এসএস