রাবির শিক্ষককে হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির মানব বন্ধন

প্রকাশ: ২০১৬-০৪-২৫ ১৯:১০:২৫


CUরাজশাহী  বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এফ এম রেজাউল করিম সিদ্দিকিকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভবনের সামনে এই মানব বন্ধন ও প্রতিবাদ সভা পালিত হয়। এসময় মানব বন্ধনে উপস্থিত শিক্ষক নেতারা এই হত্যা কান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বলেন শিক্ষকরা কারো কোন ক্ষতি করে না তবে কেন বার বার শিক্ষকদেকে এই ভাবে দূর্বিত্তদের হাতে প্রাণ নিতে হচ্ছে। মানব বন্ধনে বক্তারা হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।

মানব বন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ড.কৃষ্ণ ব্যানার্জি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আইনুল হক, বিভিন্ন অনুষদের ডিনসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এফ এম রেজাউল করিম সিদ্দিকিকে জবাইকে হত্যা করে দূর্বিত্তরা ।

সানবিডি/ঢাকা/এলাহী/এসএস