যে দেশের মানুষ চোর-ডাকাতের চেয়ে পুলিশকে বেশি ভয় পায়

আপডেট: ২০১৬-০৪-২৬ ১০:৫৩:৩৯


Bannaযে রাষ্ট্রে চোর ডাকাতের চেয়ে পুলিশকে মানুষ বেশি ভয় পায়, সেই রাষ্ট্রের জনগণ যে কতটুকু নিরাপদ তা বুঝতে রকেট সাইন্স লাগে না।

আমাদের সাধারণ মানুষের কথা উদীয়মান এলিটদের কাছে বেসম্ভব রকমের খারাপ লাগে, এত কেন উত্তেজিত? দেশ তো আগাচ্ছে। আসলে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবে ভোগ করা নিরাপত্তার বলয়ে থেকে অনিরাপদ মানুষের অন্তরের কথা বুঝা অবশ্যই কঠিন বিষয়। এই বিষয়ে জানতে হলে আপনাকে প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতার চেয়ারটা ছেড়ে কৃষক মজুর, নিন্মবিত্ত কিংবা নিন্ম মধ্যবিত্তের জীবন যাপনকে তর্জমা করতে জানতে হবে।

ফ্রেণ্ডসক্লাব মাঠে কমিউনিটি পুলিশিং এর কিছু পিভিসি ব্যানার পরিত্যাক্ত অবস্থায় পরে আছে। আইজিপির ছবি ডায়াসের সামনে পুষ্পের সমাহার। সামনে উত্থিত মাইক্রোফোন। উপরে নীলের মধ্যে লেখা পুলিশই জনতা, জনতাই পুলিশ।

চোখ বন্ধ করে একটা দেশের কথা কল্পনা করলাম। আমার চারপাশে শান্তি ও সুনিবিড় বাতাস বইছে। পার্কে একটি শিশু ছুটছে, নিশ্চিন্তে বাবা মা বসে রোম্যান্টিক আলাপ করছে। কোথাও কোন সমস্যা নেই। দূরে কোনায় একটা জটলা। কেউ একজন চোর ধরেছে, পুলিশে দেয়ার জন্য। পুলিশ এলো আন্তরিকতার সঙ্গে সবার সাথে কথা বলে সংশোধনাগারে নিয়ে গেল।

আবারো চোখ বন্ধ করি, একটা ছেলে বিপদে পড়েছে, তাকে উদ্ধারে হটাত কোত্থেকে কতগুলো ইয়াং ছেলে চলে আসছে, সাথে সাথে কেউ পুলিশে জানিয়ে দেয়ায় পুলিশ ও চলে এসেছে। উদ্ধার করে তাকে হসপিটালে নিয়ে গেল, একজন বৃদ্ধার হাতের ঝুড়িটা তুলে তাকে রাস্তা পার করে দিচ্ছে ডিউটিরত হাবিলদার। রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে কারো জমি দখল করতে চাইলো স্থানীয় নেতা, পুলিশ এসে তাকে শাসিয়ে গেল, কাজ না হলে জেলে পুরে দিল।

চোখ খুলি, দূরে একজন এস আই ওয়াকিটকি হাতে ফ্রেন্ডস ক্লাব মাঠের গেইটে দাঁড়িয়ে আছেন। সাথে আরেকজন পুলিশ বাইক নিয়ে। আমার স্বপ্নটা তখনো চলছে, হয়ত আমি ঘোরের মধ্যে একটি সবুজ সুন্দর বাংলাদেশ দেখতে যাচ্ছিলাম। কিন্তু একটি গরম বাতাসের ধ্বাক্কায় আবার ফিলে এলাম বাস্তবে।

ধ্যাত কি ভাবছি এসব। আজ ইউকে প্রবাসী একজন বলছিলেন- এই দেশ বদলাবে না, এমনই থাকবে। এনাম বললো আমরা যদি বদলাতে চাই তাহলে? উনি বললেন তাহলেও বদলাবে না।

আমি বিশ্বাস করতে চাই না। দেশ বদলাক আর না বদলাক আমি বদলাবো। এরপর আমরা বদলাবো…। দেশ, পুলিশ, সরকার, নেতা, জনগণ আমরাই তো… এই খুনের ভয়াল নদীর গতিপথ বদলে দেবে আমাদের এই বদল। আমরাই গতিপথ…

সূত্র: হাসান আল বান্না‘র ফেসবুক

সানবিডি/ঢাকা/এসএস