কলাবাগানে জোড়া খুনের ঘটনায় ২টি মামলা
আপডেট: ২০১৬-০৪-২৬ ১৫:৪৫:৫৭
রাজধানীর কলাবাগানে চাপাতি দিয়ে কুপিয়ে জোড়া খুনের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার গভীর রাতে কলাবাগান থানায় পুলিশ বাদী হয়ে একটি ও নিহত জুলহাজ মান্নানের ভাই অপর একটি মামলা করেন।কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) হাসান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
২৫ এপ্রিল সন্ধ্যার আগে আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে একদল দুর্বৃত্ত নিজেদের কুরিয়ার সার্ভিসের কর্মী বলে পরিচয় দিয়ে কলাবাগান থানার উত্তর ধানমন্ডির ৩৫ নম্বর বাসায় প্রবেশ করেন। তারা মার্কিন দূতাবাসের প্রাক্তন প্রটোকল অফিসার ও বর্তমানে দাতা সংস্থা ইউএসএইডের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে। খুন করে পালিয়ে যাওয়ার সময় তারা ফাঁকা গুলি করে। তাদের বাধা দিতে গিয়ে ওই বাসার দারোয়ান আহত হন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পালানোর সময় দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে মমতাজ নামে এক এএসআই আহত হন।
নিহত জুলহাজ প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি বাংলাদেশে সমকামীদের নিয়ে প্রকাশিত রূপবান পত্রিকার সম্পাদক ছিলেন।
এ ঘটনার পর ঘটনাস্থাল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সানবিডি/ঢাকা/বিএম/এসএস