এবারের ঈদে ডিস্টার্ব
প্রকাশ: ২০১৬-০৪-২৬ ১৪:০৩:৩৩
সালাউদ্দিন লাভলু মহল্লার বড় ভাই। তাকে সবাই কমবেশি মান্য করেন। কিন্তু বয়স চল্লিশের কাছাকাছি হলেও তিনি অবিবাহিত। বিয়ের জন্য সবাই মেয়ে খুঁজতে শুরু করলেও প্রতিবারই কোনো না কোনো কারণে তার মেয়ে পছন্দ হয় না। এমনই মজার ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘ডিস্টার্ব’।
ঈদকে সামনে রেখে এ নাটকটি নির্মাণ করা হচ্ছে। রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। সম্প্রতি রাজধানীর উত্তরা এবং তেজগাঁও- এ শেষ হয়েছে এর দৃশ্যধারণের কাজ।
নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু। এছাড়া আরো অভিনয় করেছেন অহনা, দিলারা জামান, আনার হোসেন প্রমুখ।
নাটকের গল্পে আরো দেখা যাবে, মেয়ে পছন্দ না হওয়ায় বারবার বিয়ে ভেঙে যায় সালাউদ্দিন লাভলুর। অন্যদিকে মহল্লায় তার ছোট ভাইরা কারো সঙ্গে প্রেম করলে তিনি সেখানে বাগড়া দেন। মোটকথা তিনি ডিস্টার্ব করতে থাকেন। এরপর হঠাৎ কোনো কারণে নাটকের গল্প ঘুরে যায়।
নির্মাতা রুমেল জানালেন, নাটকটি দর্শকদের কাছে খুব ভালো লাগবে বলে আমি আশাবাদী। আজ (মঙ্গলবার) সারাদিন শেষ দৃশ্যের কাজ চলছে উত্তরায়। আগামী ঈদে `ডিস্টার্ব` নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।
সানবিডি/ঢাকা/আহো