অ্যালুমিনিয়ামের বৈশ্বিক দাম ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-০৫ ১১:৪০:৫৪


বর্তমানে বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক ও ব্যবহারকারী দেশ চীন। চলতি বছর দেশটি থেকে মহামারি করোনা সংক্রান্ত বিধিনিষেধ উঠিয়ে নেয়ায় ধাতুটির চাহিদা শক্তিশালী হয়ে উঠেছে। পাশাপাশি অন্যান্য দেশের শিল্প খাত পুনরুদ্ধারের ফলে বিশ্বজুড়ে অ্যালুমিনিয়ামের ব্যবহার বাড়ছে। কিন্তু সে তুলনায় এর সরবরাহ অত্যন্ত স্বল্প। চাহিদা ও সরবরাহের এমন ভারসাম্যহীন পরিস্থিতির কারণে চলতি বছর ধাতুটির বাজারদর ঊর্ধ্বমুখী থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ফিচ সলিউশনের গবেষণা ইউনিট ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যান্ড কান্ট্রি রিস্ক জানায়, এ বছর অ্যালুমিনিয়ামের দাম ঊর্ধ্বমুখী থাকবে। তবে তা গত বছরের মতো রেকর্ড মাত্রায় পৌঁছবে না।

অন্যদিকে গোল্ডম্যান স্যাকস মনে করছে, ধাতুটির দাম গত বছরের রেকর্ড উচ্চতাকেও ছাড়িয়ে যাবে। সাংহাইয়ে বিগলন প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কমিয়ে দেয়া এবং চীনে তামার বারের মজুদ কমে যাওয়াও বাজারকে ঊর্ধ্বমুখী চাপের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছে অন্যান্য বিশ্লেষক প্রতিষ্ঠান।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট জানিয়েছে, জানুয়ারিতে ধাতুটির বৈশ্বিক উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে এ প্রবৃদ্ধি চাহিদার তুলনায় অনেক কম। মূলত চীন নভেল করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেয়ায় দেশটিতে চাহিদা ও উৎপাদন গতি ফিরে এসেছে, যা বৈশ্বিক উৎপাদন বৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে বৈশ্বিক অ্যালুমিনিয়াম উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ লাখ ৩৬ হাজার টনে। এর মধ্যে শুধু চীনেই উৎপাদন হয়েছে ৩৪ লাখ ৪০ হাজার টন, যা বৈশ্বিক উৎপাদনের অর্ধেকেরও বেশি।

চীন ছাড়া এশিয়ার অন্যান্য দেশে উৎপাদন হয়েছে ৩ লাখ ৯০ হাজার টন অ্যালুমিনিয়াম। এছাড়া রাশিয়া ও পূর্ব ইউরোপের দেশগুলোয় ৩ লাখ ৪৪ হাজার টন, পশ্চিম ও মধ্য ইউরোপের দেশগুলো ২ লাখ ৩০ হাজার টন, জিসিসিভুক্ত দেশে ৫ লাখ ২৪ হাজার টন, আফ্রিকা মহাদেশে ১ লাখ ৪৩ হাজার টন, উত্তর আমেরিকায় ৩ লাখ ২১ হাজার টন, দক্ষিণ আমেরিকায় ১ লাখ ২৩ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে। অনিবন্ধিত উৎপাদনের পরিমাণ ছিল ১ লাখ ৬০ হাজার টন। ইনস্টিটিউট জানায়, চীনের কারণেই চলতি বছর অ্যালুমিনিয়ামের বৈশ্বিক চাহিদা বাড়বে। এ সময় বিশ্বজুড়ে ধাতুটির ব্যবহার বাড়বে ৪ দশমিক ৭ শতাংশ হারে।

ফিচ সলিউশন বলছে, ‘‌‌আমরা মনে করছি, চলতি বছর অ্যালুমিনিয়ামের গড় দাম টনপ্রতি ২ হাজার ৬০০ ডলারে অবস্থান করবে। আমাদের হিসাব অনুযায়ী, বর্তমানে যে হারে দাম বাড়ছে সে ধারাই বছরজুড়ে বজায় থাকবে।’ এর মূল কারণ সরবরাহ সংকট এবং চীনের বিধিনিষেধ উঠিয়ে নেয়া।

মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস বলছে, এ বছর অ্যালুমিনিয়ামের দাম টনপ্রতি গড়ে ৩ হাজার ১২৫ ডলারে অবস্থান করবে। আগের পূর্বাভাসে ২ হাজার ৫৬৩ ডলারের কথা বলা হয়েছিল। প্রতিষ্ঠানটি মনে করছে আগামী ১২ মাসের মধ্যে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ৩ হাজার ৫০০ ডলারের গণ্ডি ছাড়াতে পারে।

এনজে