ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ৮৪ কোটি টাকার শেয়ার
প্রকাশ: ২০১৬-০৪-২৭ ১২:১৫:২১
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্যসূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রয়েছে একই চিত্র। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৮৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টি কোম্পানির। আর দর কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।
লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৭৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৪৮ পয়েন্টে।
অপরদিকে সিএসই সার্বিক সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ১৭৪ পয়েন্টে। এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
সানবিডি/ঢাকা/এসএস