রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে প্রতিকি অনশন ও অবস্থান ধর্মঘট

আপডেট: ২০১৬-০৪-২৭ ১৯:০০:৪৬


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ. এফ. এম. রেজাউল করিম সিদ্দিকী’র হত্যার প্রতিবাদে আজ বুধবার সকাল ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির ব্যানারে প্রতিকি অনশন ও অবস্থান ধর্মঘট পালন করা হয় । উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারারসহ শিক্ষক সমিতির নেতারা অংশগ্রহন করেন। এছাড়া কর্মকর্তা পরিষদ ,বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মচারিবৃন্দ উক্ত কর্মসূচিতে একাত্বতা ঘোষণা করেন।

JKKNIU.3 উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম বলেন,আধুনিক বাংলাদেশের অগ্রগতির পথকে রুদ্ধ করতেই দূর্বৃত্তরা এমন হত্যাযজ্ঞ চালাচ্ছে ।বাংলা ভাষা ও বাংলাসংস্কৃতির আধুনিক ধারা লালন করার অধিকার বাংলাদেশের সব নাগরিকের আছে । অধ্যাপক এ. এফ. এম. রেজাউল করিম সিদ্দিকীকে আমরা আলো অর্থাৎ মোমবাতি হিসেবে দেখেছি আর সেই মোমবাতিটি নিভিয়ে দেয়া হলো ।

 মিছিলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান বলেন, কোন কুচক্রিমহল উনাকে হত্যা করেছে তার সুষ্ঠু বিচার চাই । হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষক ফেডারেশনের কঠোর  কর্মসৃচি দেয়া উচিত ।

শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন জানান হত্যা কারীদের সনাক্তকরে দ্রুতবিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে।

এছাড়া প্রগতিশীল শিক্ষক সঞ্জয় কুমার মুখার্জী বলেন,মুক্তবুদ্ধির চর্চাকে রুদ্ধ করার জন্যই এমন হত্যাকান্ড ঘটানো হচ্ছে । ।আমরা হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানাই । আগামীকালও একই সময়ে  প্রতিকি অনশন ও অবস্থান ধর্মঘট পালন করা হবে।

উল্লেখ্য গত শনিবার সকাল সাতটায় বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে দূবৃর্ত্তরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ. এফ. এম. রেজাউল করিম সিদ্দিকীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় ।

সানবিডি/ঢাকা/এআর/এসএস