ব্যাংকক গেলেন ফখরুল

প্রকাশ: ২০১৬-০৪-২৮ ১৬:৪৪:১৪


Fakhrulচিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ০০৮৮ ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা দেন। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে হার্টের চিকিৎসা করাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে দ্রুতই দেশে ফিরবেন তিনি।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে‌ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহম্মদ শাহজাহান।

বুধবার (২৭ এপ্রিল) তাকে বিএনপির প্রত্যয়নকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি।