হিলিতে বেড়েছে ছোলা আমদানি, কমেছে দাম
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-১১ ০৯:০৩:৩৩

রমজানে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকের পাশাপাশি ছোলার বাজার থাকে অস্থির। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ছোলার আমদানি বাড়ায় দামও কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ টাকা কমে ৭৪-৭৬ টাকায় বিক্রি হচ্ছে।
রমজানে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আমদানিকারকরা। ছোলা আমদানি বাড়ায় রাজস্বের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন আয় বেড়েছে। পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেড়েছে।
এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, বন্দর দিয়ে কিছুদিন ধরেই ছোলা আমদানি অব্যাহত। ফেব্রুয়ারিতে ২১৮টি ট্রাকে ৮ হাজার ৮০ টন আমদানি হয়েছে। এছাড়া জানুয়ারিতে বন্দর দিয়ে তিনটি ট্রাকে ৯০ টন আমদানি হয়েছিল। বন্দরে এসব ছোলা প্রকারভেদে ৭৪-৭৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কিছুদিন আগে ছিল ৭৮-৮০ টাকা।
হিলি স্থলবন্দরে কর্মরত শ্রমিক ফিরোজ আলম বলেন, ‘বন্দর দিয়ে প্রচুর ছোলা আমদানি হচ্ছে। এতে কাজের পাশাপাশি আমাদের আয়ও বেড়েছে। মাঝে কাজ কমে যাওয়ায় দিনে ২০০-৩০০ টাকা আয় হতো, এখন তা বেড়ে ৬০০-৭০০ টাকা হয়েছে।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে ছোলা আমদানি অনেকটা বেড়েছে। আগে বন্দর দিয়ে পাঁচ-সাত ট্রাক আমদানি হলেও বর্তমানে প্রতিদিন ভারত থেকে ১০-১৫ ট্রাক ছোলা আসছে।’ আমদানীকৃত এসব ছোলার পরীক্ষণ, শুল্কায়ন শেষে দ্রুত খালাস করে দেশের বাজারে পৌঁছে দিতে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













