হিলিতে বেড়েছে ছোলা আমদানি, কমেছে দাম

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-১১ ০৯:০৩:৩৩


রমজানে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকের পাশাপাশি ছোলার বাজার থাকে অস্থির। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ছোলার আমদানি বাড়ায় দামও কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ টাকা কমে ৭৪-৭৬ টাকায় বিক্রি হচ্ছে।

রমজানে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আমদানিকারকরা। ছোলা আমদানি বাড়ায় রাজস্বের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন আয় বেড়েছে। পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেড়েছে।

এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, বন্দর দিয়ে কিছুদিন ধরেই ছোলা আমদানি অব্যাহত। ফেব্রুয়ারিতে ২১৮টি ট্রাকে ৮ হাজার ৮০ টন আমদানি হয়েছে। এছাড়া জানুয়ারিতে বন্দর দিয়ে তিনটি ট্রাকে ৯০ টন আমদানি হয়েছিল। বন্দরে এসব ছোলা প্রকারভেদে ৭৪-৭৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কিছুদিন আগে ছিল ৭৮-৮০ টাকা।

হিলি স্থলবন্দরে কর্মরত শ্রমিক ফিরোজ আলম বলেন, ‘বন্দর দিয়ে প্রচুর ছোলা আমদানি হচ্ছে। এতে কাজের পাশাপাশি আমাদের আয়ও বেড়েছে। মাঝে কাজ কমে যাওয়ায় দিনে ২০০-৩০০ টাকা আয় হতো, এখন তা বেড়ে ৬০০-৭০০ টাকা হয়েছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘‌হিলি স্থলবন্দর দিয়ে ছোলা আমদানি অনেকটা বেড়েছে। আগে বন্দর দিয়ে পাঁচ-সাত ট্রাক আমদানি হলেও বর্তমানে প্রতিদিন ভারত থেকে ১০-১৫ ট্রাক ছোলা আসছে।’ আমদানীকৃত এসব ছোলার পরীক্ষণ, শুল্কায়ন শেষে দ্রুত খালাস করে দেশের বাজারে পৌঁছে দিতে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

এনজে