কুবির ছাত্রীকে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের ফটকে ঝুলিয়ে রাখার হুমকি
প্রকাশ: ২০১৬-০৪-২৮ ২২:১০:৫৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রী ফারহানা আক্তার কে লাঞ্চনা এবং হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার লাঞ্চনার শিকার ফারহানা আক্তার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন। পড়াশুনার পাশাপাশি সে শিক্ষানবিশ হিসেবে ‘বিডিমর্নিং’ নামে একটি অনলাইন পোর্টালে সংবাদকর্মী হিসেবে নিয়োজিত আছেন।
অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, “গত ২৭ এপ্রিল, ২০১৬ একাডেমিক ভবন ( উত্তর) নিজ বিভাগের শ্রেণী কক্ষে (৪০১) বন্ধুদের সাথে দলগতভাবে অধ্যায়ন করছিলাম। এ সময় একাউন্টিং এ- ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র রাফিউল আলম দীপ্ত এবং জুনায়েদ আহমদ এসে আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তারা আমাকে উদ্দেশ্য করে এতই অশ্লীল শব্দ প্রয়োগ করে যে, তা শুনে আমি স্থবির হয়ে যাই। তারা আমাকে সম্প্রতি হত্যার শিকার হওয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মতো অবস্থা করবে বলে শাসায়। আমাকে তনুর মতো অবস্থা করে আমার লাশ বিশ্ববিদ্যালয়ের ফটকে ঝুলিয়ে দিবে বলে হুমকি দেয়। আমি কিভাবে এই বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা তাও দেখে নেবে বলে হুমকি প্রদান করে।
রাফিউল আলম দীপ্ত বলে, ‘আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দশটা লাশ ফেললেও আমাকে কিছু বলবে এমন কেউ নেই।’ এ সময় একই বিভাগের এবং একই শিক্ষাবর্ষের ছাত্র মনজুরুল ইসলাম মিঠুন এদের সাথে ছিল।
তিনি আরও উল্লেখ করেন, ‘এর আগে আমার সাথে অশ্লীল ভাষা প্রয়োগ করে বাকবিতণ্ডা করে। আমি তখন প্রতিবাদ করেছিলাম। এরই জের ধরে তারা আমার সাথে এই রকম ব্যবহার করে। এই বিষয়টি নিয়ে আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। স্বাধীন রাষ্ট্রের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অনুষদ ভবনে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা এরূপ ব্যবহার খুবই লজ্জাজনক। আমি দোষীদের বিরুদ্ধে যথাযথ প্রদক্ষেপ গ্রহনের মাধ্যমে তাদের বিচারের দাবি জানাই।
লাঞ্চনাকারী রাফিউল আলম দিপ্তকে ফোনে বারবার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায় । জুনায়েদ আহমদ বলেন, ‘তখন মাথা গরম ছিল তাই তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে দু’ একটা খারাপ কথা বলে ফেলেছি তবে তনুর মতো কোনও পরিস্থিতির করার কথা বলিনি।‘
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। বিষযটি খতিয়ে দেখে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
সানবিডি/ঢাকা/মঈন/আহো