এলএনজি আমদানি এক-তৃতীয়াংশ বাড়ানোর উদ্যোগ ইইউর
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-১১ ১০:২২:০২
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি প্রায় এক-তৃতীয়াংশ বাড়াতে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মূলত রাশিয়ার সরবরাহের ওপর নির্ভরশীলতা কমাতেই এ উদ্যোগ। খবর মার্কেট ইনসাইডার।
৯ মার্চ ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মারোস সেফকোভিক এক টুইট বার্তায় জানান, ইইউ আগামী বছর থেকে আরো আটটি এলএনজি টার্মিনাল যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে এর ২৭টি এলএনজি মজুদের টার্মিনাল রয়েছে।
মারোস সেফকোভিক আরো জানান, অতিরিক্ত টার্মিনাল স্থাপনের ফলে ইইউর ২৭টি সদস্য দেশ গত বছর এলএনজি সরবরাহ নিয়ে যে সমস্যায় পড়েছিল তা দূর হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সমস্যা থেকে সুরক্ষিত রাখবে। ফলে ইউনিয়নের গ্যাস মজুদের সক্ষমতা ১৭ হাজার ৮০০ থেকে ২২ হাজার ৭০০ কোটি ঘনমিটারে উন্নীত হবে।
২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ বন্ধের চেষ্টা চালাচ্ছে ইইউ। এরই মধ্যে ইউরোপিয়ান এনার্জি কমিশনার কাদরি সিমসন ইউরোপীয় কোম্পানিগুলোকে রাশিয়ার সঙ্গে নতুন করে এলএনজি বাণিজ্য চুক্তিতে প্রবেশ না করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার ইইউর এক বৈঠকে কাদরি বলেন, ‘আমি সব সদস্য দেশ ও সংস্থাকে রাশিয়ার এলএনজি কেনা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’ এছাড়া বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোনো চুক্তি স্বাক্ষর না করার কথাও জানান তিনি।
এক বছর আগে ইউক্রেনে সামরিক আগ্রাসনের মাধ্যমে পশ্চিমা বিশ্বের চক্ষুশূলে পরিণত হয় রাশিয়া। এরপর গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেয়ার মাধ্যমে জ্বালানি যুদ্ধ শুরু করে। মৃদু শীতে আচ্ছন্ন থাকা ইউরোপ জ্বালানি সংকট মোকাবেলা করেছে। রাশিয়ার ওপর নির্ভরশীল থাকা মহাদেশটি যুক্তরাষ্ট্রের মতো বিকল্প উৎস থেকে এলএনজি আমদানি বাড়িয়েছে। গত বছর পণ্যটির আমদানি ৩৫ শতাংশ বেড়েছিল।
এনজে