হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জন্য আলাদা বাজেট প্রণয়নের দাবি
প্রকাশ: ২০১৬-০৪-২৯ ১৪:৪২:২৯
আসছে বাজেটে (২০১৬-১৭অর্থবছর) হোমিওপ্যাথিকক চিকিৎসা বিজ্ঞানের জন্য আলাদা বাজেট প্রণয়নের জোর দাবি জানিয়েছে হোমি পেশাজীবী সমিতি হোপেস) বাংলাদেশ।
শুক্রবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধনে এ দাবি জানান সংগঠনের কেন্দ্রিয় সভাপতি ডা. আবদুর রাজ্জাক তালুকদার। এসময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি ডা. শাহজাহান কামাল, মহাসচিব অধ্যাপক ডা. নজরুল ইসলাম, যুগ্ন মহাসচিব ডা. আমান উল্লাহ জিকু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু তালেব মোল্লা।
মানবন্ধনে বলা হয়, ডি.এইচ.এম.এস চিকিৎসকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এইচ.এম.এস (ডিগ্রী) ৪র্থ বর্ষে ভর্তির যে সুযোগ ১৯৮৬ সাল থেকে গত ৩০ বছর যাবৎ ছিলো। কিন্তু হঠাৎ বন্ধ করে দেয়া হয়েছে। তাহা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
ডি.এইচ.এম.এস চিকিৎসকরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এস.সি’র সমমনা মর্যাদা দেয়ার জন্য ডি.এইচ.এম.এস চিকিৎসকরা ৪ বছর প্লাস ছয় মাস ইন্টার্নীসহ ২৩৫০ মার্কেও পরীক্ষায় পাশ করে ডি.এইচ.এম.এস সাটিফিকেট নেয়। অথচ এস.এস.সি’র পর মাত্র ২০০০ মার্কেট পরিক্ষা দিয়ে বি.এস.সি ডিগ্রী পাচ্ছে। অথচ আমরা ডিগ্রীর সম্মান পাচ্ছি না।
এছাড়াও জেলা-উপজেলা হাসপাতালগুলোতে বি.এইচ.এস.এস চিকিৎসকদের মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। একই সঙ্গে ডি.এইচ.এম.এসচিকিৎসকদের সহকারী মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেয়ার জন্য জোর দাবি সহ ১৯ দফা দাবি জানো হয়।
কেন্দ্রিয় সভাপতি জানান, বর্তমান সরকার জনবান্ধব ও হোমিও বান্ধব সরকার। দেশের প্রতিটি মানুষের যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে এটা বর্তমান সরকারের অঙ্গীকার। আর এই স্লোগান বাস্তবে রুপদান করতে হলে এই বাংলাদেশশে হোমিপ্যাথিক চিকিৎসার বিকল্প নাই। যেহেতু দেশের প্রত্যন্ত অঞ্চলে বর্তমানে হোমিও চিকিৎসকরা নিজ উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। কিন্তু এই চিকিৎসকদের জন্য নির্দিষ্ট কোনো বরাদ্দ নেই। তাই আগামী বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানাচ্ছি।
সানবিডি/ঢাকা/আহো