পেঁপের দাম দিগুণ, বেড়েছে পেঁয়াজের দামও

প্রকাশ: ২০১৬-০৪-২৯ ১৫:২০:১৫


সবজি-দাম-বেশিএক সপ্তাহের ব্যবধানে পেঁপের দাম বেড়েছে দিগুণ। বেড়েছে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম। অন্যান্য সবজির দাম কিছুটা কমে এসেছে। হঠাৎ করে পেঁপের দাম বাড়া প্রসঙ্গে বিক্রেতারা বলেন, গরমে পেঁপের চাহিদা বেশি এবং সরবরাহ কম থাকার কারণেই দাম বৃদ্ধি পেয়েছে।

আজ রাজধানীর আজিমপুর, নিউমার্কেট, পলাশীসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বাজারের এমন চিত্রই দেখা যায়।

বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি দরে। দেশি মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকা, গরুর মাংস ৪৩০ থেকে ৪৪০ টাকা, খাসির মাংস ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে খামারের  লাল ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৩০ টাকা থেকে ৩২ টাকা। এছাড়া দেশি মুরগির ডিম ৩৮ থেকে ৪০ টাকা হালি।  হাঁসের ডিম বিক্রি হয় ৩৫ থেকে ৪০ টাকা হালি দরে।

বাজারে দেশি পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ টাকা। বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। দেশি পেঁয়াজ আগের দামেই ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। আমদানিকৃত চায়না রসুন বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ১৯০ টাকা কেজি দরে। প্রতিকেজি আদা বিক্রি হচ্ছে মানভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে।

গত সপ্তাহে যেখানে পেঁপে বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে, সেখানে এক সপ্তাহের ব্যবধানে আজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য সবজি প্রতি কেজিতে প্রায় ৩ থেকে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। শসা ২৫ থেকে ৩০ টাকা। করলা ৩০ থেকে ৩৫ টাকা। ঝিঙে ও চিচিঙ্গা ৩০ থেকে ৩৫ টাকা। টমেটো ৩৫ থেকে ৪০ টাকা, গাজর ২৫ থেকে ৩০, ঢেঁড়স ৩০ থেকে ৩৫ টাকা, কাঁচা মরিচ ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি লাউ ৩০ থেকে ৩৫, জালি কুমড়া ২০ থেকে ৩০, প্রতিটা পাতা কপি ২০ থেকে ২৫ টাকা বিক্রি হয়।

প্রতি কেজি দেশি রুই মাছ আকারভেদে ২০০ টাকা থেকে ৩০০ টাকা।  আমদানিকৃত রুই ১৭০ থেকে ২৬০, কাতলা ৩০০ থেকে ৪০০, তেলাপিয়া ১৪০ থেকে ১৮০, চিংড়ি আকারভেদে ৩৫০ থেকে ৭০০, কৈ ২০০ থেকে ২৫০, পাঙ্গাশ ১৩০ থেকে ১৫০, সিলভার কার্প ১২০ থেকে ১৮০, মাগুর ৭০০ থেকে ৮০০, আইড় ৩০০ থেকে ৬৫০, বোয়াল ৩০০ থেকে ৫০০, পাবদা ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশ আকারভেদে ১০০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে মিনিকেট চাল ৪০ থেকে ৪৫ টাকা কেজি, নাজিরশাইল ৪৬ থেকে ৫০, মোটা চাল ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  মসুর ডাল (দেশি) ১৪০ টাকা, আমদানি করা ১০০ থেকে ১১০ টাকা ও ক্যাঙ্গারু ডাল ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  এছাড়া প্রতি কেজি খোলা আটা ২৫ থেকে ২৮ টাকা, প্যাকেট ৩৩ থেকে ৩৫ টাকা, খোলা ময়দা ৩২ থেকে ৩৪ টাকা, প্যাকেট ৪০ থেকে ৪৩ টাকা, চিনি ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া পাঁচ লিটার সয়াবিন তেল ৪৪০ থেকে ৪৫৫ টাকায় এবং এক লিটারের বোতল বিক্রি করা হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা। খোলা পামঅয়েল বিক্রি হচ্ছে ৬২-৬৫ টাকা লিটার দরে। আর পামঅয়েল সুপার বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৭ টাকা লিটার দরে।

সানবিডি/ঢাকা/আইনাল/আহো