উত্তরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
প্রকাশ: ২০১৬-০৪-২৯ ১৫:৪৫:৫৪
রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ফরিদ মার্কেট সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আনিস জানান, সকালে যখন ওই ব্যক্তি রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিল, টঙ্গী থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তার মাথা, নাক ও মুখে গুরুতর জখম হয়। প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর ২টায় তার মৃত্যু হয়।
ঢামেক ক্যাম্প পুলিশের নায়েক রফিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তির পড়নে খয়েরি রংয়ের ফুল হাতা শার্ট এবং চেক লুঙ্গি ছিল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো