সরকারের অনুরোধে সাড়া দিলো ফেসবুক!

প্রকাশ: ২০১৬-০৪-২৯ ১৫:৫৪:৫৫


facebook20160429094159জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের তথ্য চেয়ে করা অনুরোধে সাড়া দিয়েছে। বৃহস্পতিবার ফেসবুকের প্রকাশিত ‘গভর্নমেন্ট রিকুয়েস্ট রিপোর্ট’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৩১ জন ব্যবহারকারীর তথ্য চেয়ে বাংলাদেশ থেকে ১২টি অনুরোধ করা হয়েছিল। এর মধ্যে ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য ফেসবুক কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে।

এদিকে, ফেসবুকের কাছে থেকে তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ। তিনি বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে সরকার যে কোনো সন্দেহভাজন ব্যক্তি বা কনটেন্ট বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চাইতে পারে। এটি অবশ্যই জনস্বার্থে। আমরা যখনই বিভিন্ন ফোরামে সুযোগ পেয়েছি তখনই ফেসবুক কর্তৃপক্ষকে আমাদের কথাগুলো জানিয়েছি। তারা আমাদের অনুরোধে ইতিমধ্যে যথেষ্ট সাড়া দিচ্ছে।

ড. শাজাহান মাহমুদ বলেন, ‘আমি মনে করি সাইবার অপরাধ দমনে ফেসবুক কর্তৃপক্ষের সহায়তায় আমরা কাঙ্ক্ষিত ফল পাবো’।

ফেসবুকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) অনুরোধ পাওয়ার পর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ফেসবুক কর্তৃপক্ষ চারটি কনটেন্ট মুছে ফেলেছে। তবে সংশ্লিষ্ট ব্যবহারকারীর নাম বা কনটেন্ট সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট এ প্রতিষ্ঠান।

দুই বছর আগে অর্থাৎ ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত আড়াই বছরে বাংলাদেশ থেকে মোট ৩৭ জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু সে সময় বাংলাদেশ সরকারে আবেদনে সাড়া দেয়নি ফেসবুক। পরে ২০১৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আবারো তিনজন ব্যবহারকারীর তথ্য চেয়ে আবেদন করে বাংলাদেশ। এতেও সাড়া দেয়নি জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যম।

দুইবার বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করলেও ২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বরে আবারো পাঁচ জনের তথ্য চায় বাংলাদেশ সরকার। এছাড়া জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৭ জনের তথ্য এবং ২০১৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১২ জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়। বরাবরের মতো তখনো কারো তথ্য দেয়নি ফেসবুক। তবে ২০১৩ সালের জুলাই থেকে ডিসেম্বরে ফেসবুক বাংলাদেশের অনুরোধের পর তিনটি ‘কনটেন্ট’ বন্ধ রাখে।

এরপর গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ১২ বার তথ্য চেয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করে বাংলাদেশ। এতে ৩১টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে তখনই প্রথম তথ্য দেয় ফেসবুক।

বাংলাদেশ সরকারকে তথ্য দিয়ে সহযোগিতা করায় ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ। এর মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সানবিডি/ঢাকা/আহো