প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়াবে : আমু
প্রকাশ: ২০১৬-০৪-৩০ ১৫:১৭:২৩
অর্থনৈতিক সুশাসন ও রাজনৈতিক দূরদর্শীতার করণে এ বছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
যুক্তরাষ্ট্র সফররত শিল্পমন্ত্রী ২৮ এপ্রিল বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
আমু বলেন, ইতোমধ্যে জনগণের মাথাপিছু আয় ১ হাজার ৪৬৬ মার্কিন ডলারে পৌঁছেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব সম্প্রদায়ের কাছে উন্নয়নের মিরাকল হিসেবে বিবেচিত হচ্ছে।
শিল্পমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের উদার শিল্প ও বিনিয়োগ নীতির ফলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট্রের পাশাপাশি দেশিয় বিনিয়োগের পরিমাণও উল্লেখযোগ্য হারে বাড়ছে। ইউরোপ ও এশিয়ার উন্নত দেশের শিল্প উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চলের সুবিধা চেয়েছেন। এ লক্ষ্যে সরকার আগামী ১৫ বছরে ১০০টি ইকোনোমিক জোন গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এর মাধ্যমে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের টার্গেট রয়েছে।
আমু বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশে প্রভূত অর্থনৈতিক উন্নতি সাধিত হলেও একটি কুচক্রী মহল নেতিবাচক প্রচারণা অব্যাহত রেখেছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্থ করতেই আন্তর্জাতিক মদদে এ ধরনের চক্রান্ত চলছে। এ বিষয়ে প্রবাসীদের সজাগ থাকতে এবং যে কোনো ধরনের নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরতে আহ্বান জানান। তিনি প্রবাসে দেশকে ব্রান্ডিং করতে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের জন্য নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশের উদীয়মান শিল্পখাতে বিনিয়োগে এগিয়ে আসতে প্রবাসী বাঙালিদের পরামর্শ দেন।
নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ সভাপতি ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. সৈয়দ আবু হাসনাত, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ, সহসভাপতি আব্দুর রাজ্জাক, তপন চৌধুরী, সাহাবুদ্দিন রবি, শামসু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তাসাদ্দুক হোসেন, জাহিদ ইসলাম তপু, হারুন অর রশিদ, আখতার জালাল, মো. আজিজ, রকিবুল চৌধুরী রনি, আবু আলম, আজমল হোসেন, এবং নিউ ইংল্যান্ড যুবলীগ সভাপতি সালাউদ্দিন খান সৈকত, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান এবং নিউ ইংল্যান্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলীলও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।
সানবিডি/ঢাকা/আহো