সাতক্ষীরায় অজ্ঞাত দুইজনের লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৬-০৪-৩০ ১৭:৫৫:৫৯


full_644399362_1431422384সাতক্ষীরায় অজ্ঞাত এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শালিখা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- পাইকগাছা থেকে মরদেহটি নদীতে ভেসে শালিখা নদীতে এসেছে।

অন্যদিকে, কেশবপুর উপজেলার সীমান্তবর্তী শিরাশুনি এলাকা থেকে মাটির নিচে পুঁতে রাখা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পচে গেছে। উভয়ের পরিচয় শনান্ত করা সম্ভব যায়নি বলেও জানান তিনি।

সানবিডি/ঢাকা/আহো