বিনোদন সংবাদ নিয়ে কালারস টোয়েন্টিফোর
প্রকাশ: ২০১৬-০৫-০১ ১৬:৪১:৫৬
সংবাদ ভিত্তিক জনপ্রিয় টিভি চ্যানেল টোয়েন্টিফোর। চ্যানেলটিতে সংবাদে ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছে প্রতিদিনের বিনোদন বিষয়ক সংবাদ ‘কালারস টোয়েন্টিফোর’।
চ্যানেলটি জানিয়েছে দর্শকদের বিনোদন দুনিয়া ও তারকাদের নতুন এবং যৌক্তিক খবর দিয়ে বিনোদিত করতে তারা আয়োজন করেছে প্রতিদিনের আয়োজন ‘কালারস টোয়েন্টিফোর’। এখানে প্রচার করা হবে বিনোদন বিষয়ক সব সংবাদ।
হলিউড, বলিউড, টালিগঞ্জ এবং ঢাকাই ছবির খবর থাকবে এতে। তুলে ধরা হবে চিত্রতারকাদের ব্যক্তিজীবনের কথকতা, প্রেম-বিরহসহ ক্যারিয়ারের নানাদিক। সংগীত, মঞ্চনাটক, টিভি নাটক, তারকা শিল্পীদের কনসার্টের খবরও দেওয়া হবে চটজলদি।
শিল্পীদের না বলা কথা দিয়ে সাজানো হবে একটি সেগমেন্ট। এর নাম অব দ্য রেকর্ড। দেশের বিনোদন জগতের নানা সমস্যা-সম্ভাবনা ও সাফল্য-ব্যর্থতা নিয়ে থাকবে বিশেষ স্টোরি।
জমুল আলম রানার তত্ত্বাবধানে আজ রবিবার, ১ মে থেকে প্রতিদিন রাত ১১টায় প্রচার হবে ভিন্নধারার এই আয়োজনটি।