রোদ থেকে বাঁচতে উপকারী সঙ্গী
প্রকাশ: ২০১৬-০৫-০১ ১৬:৫৮:৫২
রোদ বা বর্ষা সব সময় উপকারী সঙ্গী হয়ে ওঠে পছন্দের ছাতা। এমন দিনে সচেতন মানুষের পক্ষে ছাতাকে ভুলে পথচলা একদমই অসম্ভব। গ্রীষ্মের এই দুপুরে সূর্যের আলো থেকে যেন ছড়িয়ে পড়ছে আগুনের ছটা। রোদে যেমন রয়েছে তাপের তীব্রতা তেমনি রয়েছে অতি বেগুনী রশ্মির ক্ষতিকর প্রভাব। কাঠফাটা রোদে বের হলেই শরীরের উপরিভাগ পুড়ে কালো হয়ে যেতে বাধ্য। তাছাড়া সরাসরি রোদের কারণে গরম লেগে শরীর অসুস্থ হওয়ারও আশঙ্কা থাকে অনেক বেশি। কিন্তু কাজের প্রয়োজনে বাইরে যেতেই হচ্ছে। তাই নিজের সুরক্ষায় সঙ্গে রাখতে হবে উপযোগী একটি ছাতা।
বাজারে সারাবছরই বিভিন্ন নকশার ছাতা পাওয়া যায়। তবে ছাতা কেনার সময় শুধু ফ্যাশনের দিকে নজর না রেখে টেকসইয়ের কথাও ভাবা দরকার। আর তাই ছাতা কেনার আগে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তাহল-
– ছাতার কাপড়টা অবশ্যই ভালো মানের দেখে নিতে হবে। রোদের তাপরোধী এবং টেকসই কাপড় হলে গরম কম লাগবে। রোদের কষ্টও কম হবে।
– ছাতার হাতলের অংশটি টেকসই এবং মজবুত দেখে কিনতে হবে। অনেকে আবার এই অংশটিতে নিজের পছন্দকে অনেক বেশি প্রাধান্য দেন।
– টিপ বাটনের ছাতা কিনলে বাটনটি ঠিকমতো কাজ করে কি না, সেটা যাচাই করে নিতে হবে।
– ছাতার প্রতিটি রড ঠিকমতো সেলাই করা আছে কি না, তা বারবার খুলে বন্ধ করে দেখে নিতে হবে।
– ছাতায় কমপক্ষে ৯টি লোহার শক্ত শিক লাগানো থাকতে হবে।
– ভালোভাবে পুরো শরীর ঢেকে রোদ থেকে বাঁচাতে আকারে বড় ছাতাই ভালো। তবে সহজে বহনযোগ্য ছাতা নিতে হলে একটু দেখে নিতে হবে। বেশি ফোল্ডারেও বড় আয়তনের ছাতা পাওয়া যায়। এগুলো ছোট ভাজে রেখে সহজে বহন করা যায়।
– লেডিস ফ্যাশনেবল ছাতায় পুঁতি কিংবা জরির কাজ নিতে গেলে অবশ্যই ভালো করে দেখে নিতে হবে।
সর্বোপরি, এমন ছাতা কিনতে হবে যাতে আপনার পুরো শরীররটা রোদ থেকে রক্ষা পায়। রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, গুলশান ডিসিসি মার্কেট, কচুক্ষেত বাজার মার্কেট, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং সুপার শপগুলোতেও পাবেন পছন্দের সব ছাতা। বিভিন্ন বাজারে ছাতার দরদামে তারতম্য রয়েছে। বাজারে লম্বা, মাঝারি, ছোট আকারের হরেক রঙের ছাতা পাওয়া যায়। ছোটদের জন্য রয়েছে বিভিন্ন রঙের কার্টুনের ডিজাইন করা ছাতা। মেয়েদের জন্য রয়েছে ফ্যাশনেবল পুঁতি কিংবা জরির কাজ করা ছাতা। আবার বড়দের জন্য রয়েছে মাঝারি আকারের কিংবা লম্বা আকৃতির ছাতা। ছোটদের এসব ছাতার দাম পড়বে ৩০০ থেকে ৬৫০ টাকা, মেয়েদের ফ্যাশনেবল ছাতার দাম পড়বে ৩৫০ থেকে ৮০০ টাকা, মাঝারি আকারের এক রঙা কিংবা চাপা নকশার ছাতার দাম পড়বে ৪০০ থেকে ৬০০ টাকা। ভাঁজ করা ছাতার দাম পড়বে ৩৫০ থেকে ৬০০ টাকা।