কারওয়ানবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট
আপডেট: ২০১৬-০৫-০২ ০০:২৩:১০
রাজধানীর কারওয়ানবাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে। আজ রবিবার রাত আটটার সময় আগুন লাগে।রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে প্রায় ২৬টি কাজ করছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে পরে আরো ১১ টি ইউনিট যোগ দেয়।আগুন লাগার কারণ জানা যায়নি।তবে কেউ কেউ বলছে গ্যাসের চুলা থেকে আগুন লাগতে পারে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান রাত পোনে ১০টায় জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে ২৬টি ইউনিট কাজ করছিল।ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম রাত পোনে ১০টায় জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে।তবে ভেতর থেকে ধোঁয়া উড়ছে।তবে আগুন এখন আর ছড়াচ্ছে না।
ব্যবসায়ীদের কয়েকজন জানিয়েছেন, এখানে সর্বমোট ৩৯৬টি দোকান রয়েছে। আগুনে ব্যবসায়ীদের নানারকম মালামালের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানগুলো মূলত কাঁচামালের।টিনশেড দোতলা এই মার্কেটের একটি বড় অংশ আদা,রসুন,পিয়াজ, মরিচের পাইকারি মার্কেট।
এছাড়া উত্তর অংশে হলুদ-মরিচ গুঁড়া করার মিল রয়েছে। পাশপাশি লেপ তোষকের দোকান এবং খাবার দোকানও রয়েছে সেখানে।
পাইকারি মার্কেটের এক দোকান কর্মচারী জসিম বলেন, “উত্তর-পূর্ব কোণে প্রথম আগুন লাগে। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে।”
এই অগ্নিকাণ্ডের ঘণ্টাখানেক আগেই রাজধানীজুড়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে গাছ ও বিলবোর্ড ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার কথাও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভেতরের দিকে সবগুলো দোকানই পুড়ে গেছে।
আগুন লাগার পর পরই প্রত্যক্ষদর্শীরা জানান,সন্ধ্যার দিকে হুট করে হাসিনা মার্কেটের বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটের মধ্যে আগুন ছড়িয়ে যায়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আগুন লাগার খবরে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই আগুনের সঙ্গে উচ্ছেদের কোনো সম্পর্ক নেই। এই জায়গায় সিটি করপোরেশনের উদ্যোগে একটি বহুতল ভবন নির্মাণের কথা চলছিল।মার্কেটটি সরিয়ে নেয়ার কথাও হচ্ছিল দীর্ঘ দিন ধরে। বেশ কয়েক দফা সময়ও নিয়েছিল ব্যবসায়ীরা। মার্কেটের ব্যবসায়ীদের মহাখালী ও আমিনবাজারে সরিয়ে নেয়ার কথা চলছিল। এ প্রসঙ্গে মেয়র আনিসুল হক বলেন, মার্কেটটি সরিয়ে নেয়ার সঙ্গে আগুন লাগার কোনে যোগসূত্র নেই।
সানবিডি/ঢাকা/আহো