রাবির মন্নুজান হলে ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত

প্রকাশ: ২০১৬-০৫-০২ ১৭:৪১:২৯


রাবিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হল শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পযর্ন্ত স্থগিত করা হয়েছে।

সোমবার দলীয় প্যাডে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, কিছুদিন ধরে মন্নুজান হলে বেশ কয়েকজন ছাত্রী ছাত্রলীগের পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছে। তাই সার্বিক বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি গত ২৬এপ্রিল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে মুন্নুজান হলে আম খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় সোহাগী ও দেবলিনা নামে দু’জন ছাত্রী আহত হয়।

সানবিডি/ঢাকা/হৃদয়/আহো