গ্রুপ বীমার আওতায় প্লাস্টিক শিল্প খাতের শ্রমিকরা

প্রকাশ: ২০১৬-০৫-০২ ১৭:৫৭:৫০


BPGMEA news picগ্রুপ বীমার আওতায় এসেছে প্লাস্টিক শিল্প খাতের শ্রমিকরা। এ খাতের শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) ও এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর পল্টনে বিপিজিএমইএ কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সোমবার বিপিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির ফলে প্লাস্টিক খাতের বেতনভুক্ত সকল ধরণের কর্মকর্তা ও কর্মচারী বীমা সুবিধা পাবেন। বীমার পরিমান নূন্যতম এক লাখ এবং সর্বোচ্চ ২ লাখ টাকা। চাকরীকালীন সময়ে কেউ মৃত্যুবরণ করলে বা সম্পূর্ণভাবে পঙ্গুত্ববরণ করলে বীমা সুবিধার আওতায় আসবে পরিবার।

চুক্তিতে স্বাক্ষর করেন বিপিজিএমইএ’র পক্ষে সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স এর পক্ষে চেয়ারম্যান এম এ আহাদ। এসময় উপস্থিত ছিলেন বিপিজিএমইএ সহ সভাপতি কাজী আনোয়ারুল হক ও মোঃ গোলাম কিবরিয়া, অন্যদিকে এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্সের পরিচালক ও এফবিসিসিআই পরিচালক আমিন হেলালী ও কোম্পানী সেক্রেটারী মোঃ তারেক হোসেন মজুমদার।

এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্লাস্টিক পরিবারের সদস্য হতে পেরে আনন্দিত। বর্তমানে গ্লোাবাল পরিস্থিতি অত্যন্ত জটিল। শ্রমিক মান, কমপ্লায়েন্স জোরালো হয়েছে। এ অবস্থায় ব্যবসা বাণিজ্যে সকলকে শেয়ার করতে হবে। আমরা শ্রমিকদের অভাব অভিযোগ শেয়ার করতে চাই। ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করে সেক্টরের শ্রমিকদের সাহায্য করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় জসিম উদ্দিন বলেন, বর্তমানে সস্তায় পণ্য বিক্রি ভাবা যায় না। ব্যবসায় অনেক দায়দায়িত্ব আছে। বর্তমানে বায়াররা কমপ্লায়েন্স ইস্যুকে প্রাধান্য দিচ্ছে। কোম্পানীগুলো উন্নতমানের ব্যবসা গড়ে তুলছে।

তিনি আরো বলেন, শ্রম আইন অনুযায়ী গ্রুপ বীমা করা নিয়ম। একারণে আমরা এই উদ্যোগ গ্রহন করেছি। তবে দেশে গ্রুপ ইন্সুরেন্স বেশী দিনের নয়। শুধু গার্মেন্টস এর ৪০ লাখের মতো শ্রমিক এর আওতায় এসেছে।

মার্কিন বাজারে জিএসপি স্থগিতে কথা উল্লেখ করে তিনি বলেন, গার্মেন্টস এর কারণে জিএসপি বাতিল হলেও ক্ষতির শিকার হযেছে প্লাস্টিক খাত। তাই সেক্টরকে উন্নত করা এবং শ্রমিকদের কল্যানার্থে আমরা সকলকে গ্রুপ বীমার আওতায় নিয়ে আসছি।

সানবিডি/ঢাকা/আহো