টেকনাফে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৫-০২ ১৯:৪১:০৬


কক্সবাজার-351x185কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার আব্দুল গফুরের ছেলে রবিউল হাসান (১৯) ও টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে সিরাজ মিয়া (৩০)।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড়ের সময় সিরাজ মিয়া মাছ ধরতে নাফ নদীতে যায়। মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে ঝড়ো হাওয়ার কবলে পড়েন তিনি। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে, নিহত রবিউল আলম লবণের মাঠে যাওয়ার পথে বজ্রপাতে তার মৃত্যু ঘটে।

সানবিডি/ঢাকা/আহো