নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২০১৬-০৫-০৩ ১২:২৮:৩৮
নাটোরে আবদুর রাজ্জাক (৩৬) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার ইয়াসিনপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। আবদুর রাজ্জাক সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের আবদুল মোমিনের ছেলে। তিনি সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগেল সহসভাপতি।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, ইয়াছিনপুর রেলস্টেশনের পাশে রাজ্জাকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ব্যবসায়িক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সদর সার্কেলের এএসপি মো. রফিকুল ইসলাম বলেন, যুবলীগ নেতা আবদুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
সানবিডি/ঢাকা/এসএস