‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস যেন বিশ্বাসে পরিণত হয়’

প্রকাশ: ২০১৬-০৫-০৩ ১৮:১৪:০৪


ru news pic 3 mayঅধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের পর এখনো কোন দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না । আমরা আর স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস শুনতে চাই না, আমরা চাই প্রশাসনের দেয়া আশ্বাস যেন বিশ্বাসে পরিণত হয়। আর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মহাসমাবেশে সংহতি প্রকাশ করে এ কথা বলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. মাকসুদ কামাল।

তিনি আরো বলেন, অধ্যাপক তাহের, ইউনুস ও লেলিন হত্যাকাণ্ডের বিচার যেমন ঝুলে আছে, আমরা চাই না রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের বিচারও ঝুলে থাকুক। আমাদের ছাত্র শিক্ষক সকলে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের পর মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ‘ মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন হলে আমরা সহযোগিতা করবো’। আমরা বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেওয়া মানে একটি আফগানিস্থান বানানো, ইরাক বানানো, লিবিয়া বানানো। কিন্তু আমরা তা কখনো চাই না। বাংলাদেশ একটি উদীয়মান রাষ্ট্র, আমরা চাই আপনারা বন্ধুত্বের বন্ধনে আমাদের সাহায্য করবেন।

সমাবেশে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, দেশে একের পর এক গুপ্তহত্যা, আত্মঘাতী বোমা হামলা হচ্ছে। এখনই সময় এ সকল গুপ্ত হত্যাকারীদের নির্মূল করা। আর যদি দেশে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির কাষ্ঠে ঝোলানো না হয় তবে দেশে গণঅভ্যুত্থান হবে। আর বর্তমানে মার্কিন সাম্রাজ্যবাদ এশিয়াতে ছায়াযুদ্ধ চালাচ্ছে।

সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. শহীদুল্লাহ’র সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আজম শান্তুনু। সমাবেশে অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন, উপ-উপার্চায প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপর্চায প্রফেসর মোকাদ্দেম হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান ও নিহত রেজাউল করিম সিদ্দিকীর স্ত্রী ও কন্যাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

এর আগে সকাল সাড়ে ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃিত বিভাগ, নাট্যকলা বিভাগ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ এসে যোগ দেয়। সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যান শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে সমাবেশ শেষে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে প্রদীপ প্রজ্জ্বালন করা হবে। তবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারলে, নিজ নিজ জায়গা থেকে প্রদীপ জ্বালিয়ে এ কর্মসূচিতে সংহতি জানানোর অনুরোধ জানান রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আজম শান্তুনু।

সানবিডি/ঢাকা/হৃদয়/আহো