প্রেমিকাকে খুশি রাখতে যে ১০টি মিথ্যা বলে প্রেমিক!
প্রকাশ: ২০১৬-০৫-০৩ ১৮:৪৮:১৩
প্রেমে পড়েছে আর প্রেমিকাকে খুশি রাখতে প্রেমিকরা মিথ্যে বলছে না? ধুস! তাও কি কখনও হয় নাকি? দেখে নিন প্রেমিকাদের কাছে যে ১০ টি মিথ্যে প্রেমিকেরা হামেশাই বলে থাকে।
‘আমি রাস্তাঘাটে কক্ষণও অন্য মেয়েদের দিতে তাকাই না।’
‘আমি তোমাকে কক্ষণও মিথ্যা বলি না, তোমার কাছে কিচ্ছু লুকাই না’।
‘আমি মোটেও সাততাড়াতাড়ি সেক্সের পথে হাঁটতে চাই না।’
‘না না, আমি মোটেও পর্ন দেখি না।’
‘তোমার বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে আমার দারুণ ভাল লাগে।
‘খুব ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম, তাই তো তোমার ফোন ধরতে পারলাম না।’
‘তোমাকে সব সময় সব পোশাকেই দারুণ দেখায়।’
‘না না, তুমি একটুও মোটা হয়ে যাচ্ছ না।’
‘তুমি মজাদার, খুব আন্ডারস্যান্ডিং।’
‘তুমিই আমার দেখা সেরা রাঁধুনী। তুমি যাই রাঁধো সেটাই সেরা।’
সানবিডি/ঢাকা/আহো