বাস ভাড়া কমছে কিলোপ্রতি ৩ পয়সা
প্রকাশ: ২০১৬-০৫-০৩ ২০:২৪:০২
আগামী ১৫ মে থেকে ঢাকা-চট্টগ্রাম মহানগরী বাদে সারা দেশে ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি ৩ পয়সা কমিয়েছে সরকার। মঙ্গলবার (০৩ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য মোটর ভেহিকেল অর্ডিন্যান্স, ১৯৮৩’ অনুযায়ী সরকার আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী (ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকা এবং মহানগর ব্যতীত) ডিজেল চালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হলো।
‘ডিজেল চালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া প্রতি যাত্রী কিলোমিটার ১ টাকা ৪৫ পয়সা থেকে ৩ পয়সা কমিয়ে সর্বোচ্চ ১ টাকা ৪২ পয়সা।’
এছাড়া প্রস্তুতকারক/বিআরটিএ কর্তৃক অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে আরামদায়ক ভ্রমণের জন্য বাস/মিনিবাসের আসনসংখ্যা পুর্নবিন্যাস করা হলে আনুপাতিক হারে ভাড়া নির্ধারিত হবে। সে ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ/আরটিসি) হতে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করে নিতে হবে।
সানবিডি/ঢাকা/আহো