গ্রিন রোডের আমবাগান বস্তির আগুন নিয়ন্ত্রণে
আপডেট: ২০১৬-০৫-০৪ ১০:৫০:৫৯
রাজধানীর ফার্মগেট সংলগ্ন গ্রিন রোডে গ্রিন সুপার মার্কেটের পেছনের আমবাগান বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় সোয়া ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ও পরে আরো দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অবশেষে ৯ টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার কন্ট্রোল রুম অপারেটর জিয়াউর রহমান জাগো নিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণের ম্যাসেজ পেয়েছি, তবে হতাহতের কোনো সংবাদ পাইনি।
এছাড়া প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষতি ও উদ্ধারের পরিমাণও বলা যাচ্ছে না বলে জানান তিনি।