বরিশালে লঞ্চে আগুন
প্রকাশ: ২০১৬-০৫-০৬ ১৪:১৭:৩৫
ঢাকা থেকে বরিশাল আসার পথে সুন্দরবন-৮ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সুন্দরবন লঞ্চের কেরানী সুজন জানান, ঢাকার সদরঘাট থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ৬ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা দেয় লঞ্চটি। রাত সাড়ে ৩টার দিকে বরিশালের হিজলা এলাকায় পৌঁছলে যাত্রীরা ডেকের একটি ঢাকনা থেকে ধোঁয়া দেখতে পান। ঢাকনা খুলে হ্যাচে (মালামাল রাখার জায়গা) আগুন দেখা যায়। লঞ্চের কর্মচারীরা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় বড় ধরেনর কোনো দুর্ঘটনা ঘটেনি।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, ওইসব মালামালের মধ্যে থাকা চার্জার ফ্যান থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে জগন্নাথ ক্লোথ স্টোরের সাড়ে ৬ লাখ টাকার কাপড় ও এল ওয়াস স্টোরের দেড়লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। এ ছাড়াও প্লাস্টিকের পাইপ, ইলেকট্রিক সামগ্রী, জুতাসহ নানা পণ্য আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফারুক হোসেন জানান, যাত্রীদের সহায়তায় আগুন নেভানো হয়েছে। এরপর যাত্রীদের নিরাপদে বরিশাল ঘাটে নামিয়ে দেওয়া হয়। আগুনে ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর সানোয়ার হোসেন।