রাবিতে নিরবিচ্ছিন্ন ওয়াই-ফাই সুবিধা দাবি
প্রকাশ: ২০১৬-০৫-০৬ ১৪:২২:০৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তারবিহীন ইন্টারনেট সংযোগ সব জায়গায় সমানভাবে ব্যবহারে নিরবিচ্ছিন্ন করণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো স্মরণিকা ইসলাম শীতল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবির কথা জানান।
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তারবিহীন ইন্টারনেট ব্যবহার করা রাউটারগুলো বেশিরভাগ সময় অকেজো থাকে, রাউটার চুরি হয়ে যায়, ইন্টারনেটে গতি থাকে না সহ নানা অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ১৮০ টাকা করে মোট প্রায় ৪৫ লক্ষ টাকা কর্তৃপক্ষকে দিতে হয়। অথচ বছরের বেশিরভাগ সময় এই ইন্টারনেট সংযোগ অচল থাকে। আর দুর্বল গতিসম্পন্ন ইন্টারনেট বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল স্বপ্নকে করে দিচ্ছে নড়বড়ে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও সকল ধরনের তথ্য প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, কর্তৃপক্ষকে টাকা দেওয়ার পরও পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা না থাকায় নিজ উদ্যোগে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করায় তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। প্রয়োজনীয় স্থানে রাউটার স্থাপন, রাউটার মেরামত, রাউটারের মান বাড়ানোসহ ইন্টারনেট সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভাগীয় কোর্ডিনেটর আফসানা বেবীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ড. মো মাসুদুল হাসান খান, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. কামাল পাশা, ড. মো. গোলাম ফারুক সরকার, দর্শন বিভাগের শিক্ষক ড. মো. আসাদুজ্জামান, প্রমুখ।