অবশেষে হতে যাচ্ছে জবি ছাত্রলীগের  কমিটি!!!

প্রকাশ: ২০১৬-০৫-০৬ ২২:০৪:৪৭


jaganath_chhatro_league-1427132832সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রায় সাড়ে ৩ বছর পর হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের নতুন কমিটি। বর্তমান কমিটির বেশিরভাগ নেতারই ছাত্রত্ব শেষ এবং অনেকে বিবাহিত ও চাকুরিজীবী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি দেয়ার ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের উপর উপরের চাপও রয়েছে। ইতোমধ্যেই এ নিয়ে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে। খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে জবি ছাত্রলীগের নবায়ন কমিটি গঠন করা হবে বলে কেন্দ্রীয়  ছাত্রলীগ সূত্রে  জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা  ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয় ২০১২ সালের ৩ অক্টেবর । এতে নেতৃত্বে আসেন সভাপতি এফ. এম. শরিফুল ইসলাম এবং সাধারন সম্পাদক এস.এম. সিরাজুল ইসলাম । মেয়াদোত্তীর্ন এই কমিটিই চালাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যাবতীয় কার্যক্রম।কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, সম্মেলনের মাধ্যমেই জবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হবে  এবং ১০ মে কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভায় এই সম্মেলনের তারিখ ঘোষনা করা হতে পারে বলে জানা গেছে ।

জবি ছাত্রলীগের নির্ভরযোগ্য সূত্র জানায়, ভাইটাল (সভাপতি ও সাধারন সম্পাদক) পদের জন্য বিভিন্নভাবে লবিং-তদবির  করে বেড়াচ্ছেন অন্তত ১ ডজন ছাত্রনেতা। ভাইটাল পদ পেতে আগ্রহী ছাত্রনেতারা নিজেদের উপস্থিতি দেখানোর জন্য  রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত ছাত্রলীগের পার্টি অফিস কে লোকে লোকারণ্য করে রাখেন ,তাদের নিজস্ব নেতাকর্মীদের দিয়ে । জানা যায় তারা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের মন যোগিয়ে রাখতে বিভিন্নভাবে লবিং করে বেড়াচ্ছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, খুব শিগগিরই জবি ছাত্রলীগের কমিটি নবায়ন করা হবে। লবিং-তদবির করে কোন লাভ হবে না।যারা নিয়মিত ছাত্র এবং যাদের বিরুদ্ধে  কোন অভিযোগ নেই  তারাই নেতৃত্বে আসবে ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন বলেন, জবিতে ক্লিন ইমেজের নেতারাই নেতৃত্বে আসবে এবং যাদের বয়স ২৯ বছরের কম  এবং  যারা নিয়মিত ছাত্র তারাই নেতৃত্ব আসবে।যাদের  সাথে শিবিরের সম্পৃক্ততা রয়েছে তাদের নেতৃত্ব আসার কোন সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জবির সর্বশেষ কমিটি যাছাই-বাছাই করে দেয়ার পরেও  কতিপয় নেতা কর্মীদের জন্য নানা অভিযোগে জর্জরিত হয়ে উঠেছে এই কমিটি । দেশ সমালোচিত বিশ্বজিৎ হত্যা, শিক্ষকের মাথায় অস্ত্র ঠেকানো , শিক্ষিকা কে লাঞ্চিত করন , যৌন হয়রানী , চাঁদাবাজী , মাদকসেবা সহ নানা অভিযোগের কলঙ্ক মাথায় নিয়ে বিদায় নিতে হচ্ছে এই কমিটিকে।জবি ছাত্রলীগের নতুন কমিটি দেওয়া হচ্ছে- এমন সংবাদে প্রকাশ হওয়ায় আশাবাদী হয়ে উঠছেন দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা।

নতুন কমিটিতে সভাপতি পদের দৌড়ে এগিয়ে রয়েছেন জবির ত্যাগী ও পরিশ্রমী নেতা সাইদুর রহমান জুয়েল, সাইফুল্লাহ ইবনে আহমেদ সুমন,  তরিকুল ইসলাম,  , শাখাওয়াত হোসেন প্রিন্স  ।

 সাধারণ সম্পাদক পদে লবিং-তদবিরে এগিয়ে রয়েছেন হারুনুর রশিদ, তানভীর রহমান খান, এইচ এম কামরুল ইসলাম, জহির রায়হান আগুন ও আনিসুর রহমান শিশির।